
মেহেরপুরে প্রতিদিনিই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সারা দেশের তুলনায় মেহেরপুরে করোনা পজিটিভ সংখ্যা কম হলেও ঈদের আগে কোরবানির পশর হাট এবং ঈদ পরবর্তী সময়ে কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাওয়ায় করোনায় সংক্রমণের হারও ধীরে ধীরে বাড়ছে।
মেহেরপুরে নতুন করে আরও ১৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১১জন এবং মুজিবনগর উপজেলায় ৩ জন।
শুক্রবার (৭ আগষ্ট) মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৩২টি। এর মধ্যে ১৪ টি পজিটিভ ( সদর ১১, মুজিবনগর ৩ ), বাকিগুলো নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ২৬১০টি।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৮৭ (সদর ৪৪, গাংনী ২৯, মুজিবনগর ১৪) জন। মৃত্যু ৭ জন (সদর ৩, গাংনী ৩, মুজিবনগর ১), সুস্থ্য ১৩০ জন (সদর ৬৯, গাংনী ৫০ , মুজিবনগর ১১), ট্রান্সফার্ড ২০জন (সদর ১৩, গাংনী ৭)।
সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন আরও বলেন, করোনা প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। লোকজনকে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। ঘরের বাইরে অবশ্যই যেনো মাস্ক ব্যবহার করা হয়।
Last Updated on August 7, 2020 2:42 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...