বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে মৌলবাদীরা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে উল্লেখ করে বক্তারা বলেছেন, পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে।এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।এসব উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে।যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের এবং ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।যাতে ভবিষ্যতে এমন জঘন্য কাজ করার সাহস না পায়।
সোমবার (৭ ডিসেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন আওয়ামী লীগ ও নিমসার জুনাব আলী কলেজ ছাত্রলীগের উদ্যোগে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শুরুর আগে সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
পরে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন মোকাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, স্থানীয় ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-কুমিল্লা মহানগর যুবলীগ নেতা মামুনুর রশীদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ শাহ আলম, যুবলীগ নেতা ফারুক হোসেন, দেবিদ্ধার উপজেলা ছাত্র লীগ নেতা মোঃ মাসুদ রানা,নিমসার জুনাব আলী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন নয়ন, সহ-সভাপতি ফয়েজ আহমেদ, , মোকাম ইউনিয়ন ছাত্র লীগ নেতা ফখরুল ইসলাম, সাজু মিয়া, নাহিদ হাসান, ছাত্র লীগ নেতা রবিন, সিফাত হোসেন, জুয়েল রানা, শিহাব, তাহসিন, জুয়েল, ইসমাইল মিয়া, ফারুক আহমেদ, আমান উল্লাহ, পারভেজ হোসেন মাসুম আহাম্মাদ প্রমুখ নেতৃবৃন্দ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 8, 2020 12:33 am by প্রতি সময়