শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনাকে ধারন করে এগিয়ে চলছে দৈনিক আজকের দর্পণ #:কুমিল্লায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন কী এবং কেন উসাবের নেতৃত্বে অন্তর ও জাবেদ অস্ত্র গুলিসহ ঠাকুরপাড়া মুরাদপুর ও চর্থার চার যুবক গ্রেফতার শেখ হাসিনার বিচক্ষণ ও সুদক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে : অর্থমন্ত্রী চট্টগ্রামে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে বর্ণাঢ্য জশনে জুলুস # ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন একটি শ্রেষ্ঠ ইবাদত তাল গাছে উঠে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল শ্রমিকের লাকসামে ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন শিক্ষক   দাউদকান্দিতে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় চারজন গ্রেফতার কুমিল্লা নগরীতে বসুন্ধরা ও কিউর ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে চার লাখ টাকা জরিমানা বিদেশি পিস্তলসহ সদর দক্ষিণের বুলেট গ্রেফতার বুড়িচংয়ে অবৈধ গ্যাস সংযোগ ও পাইপলাইন বিছিন্ন চান্দিনায় নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো মাদরাসা ছাত্রের লাশ হাজিরা দিলেন রিজভী, খালেদা জিয়ার অনুপস্থিতে পেছালো চার্জ গঠনের তারিখ প্রাথমিক শিক্ষাস্তরে শিক্ষকের ভূমিকা অপরিসীম চান্দিনায় কথিত চক্ষু চিকিৎসককে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড নাঙ্গলকোটে অভিযানের খবর শুনে সড়ক থেকে লাপাত্তা অবৈধ সিএনজি অটোরিকশা বরুড়ার কৃষক সাত্তার হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ২৪ জনের নামে মামলা টেকসই কর্মজীবনের জন্য নিজেকে যোগ্য করার উপায় বের করতে হবে : কুবি উপাচার্য

মেয়র সাক্কুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ

সাদিক মামুন
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৭০ দেখা হয়েছে
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. সফিকুর রহমান সফিক

কুমিল্লা সিটি করপোরেশন মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপি দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও অজিতগুহ কলেজের সাবেক জিএস নজরুল হক ভূইয়া স্বপন লিখিত বক্তব্য পাঠ করেন এবং অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারিরা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ তুলে তার রাজনৈতিক, সামাজিক ইমেজ ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি নেতা মনিরুল সাক্কু তার রাজনৈতিক সততা ও নগরবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে বার বার আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে কখনো চেয়ারম্যান কখনো মেয়র নির্বাচিত হয়েছেন। সেই পরাজিত শক্তি এবং ওয়ান ইলেভেনের কথিত সংস্কারবাদী ও হাইব্রিড চাঁদাবাজ সন্ত্রাসীরা জোট বেঁধে মনিরুল হক সাক্কুর দল গোছানো বাধাগ্রস্ত করে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে।

সংবাদ সম্মেলনে মেয়র মনিরুল হক সাক্কুর রাজনৈতিক জীবনের নানা ঘাত-প্রতিঘাতের প্রসঙ্গও তুলে ধরেন নেতৃবৃন্দ।

এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা মেয়র মনিরুল হক সাক্কুর একটি বক্তব্যের প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন-‘এটি সুপার এডিটিং করে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের শ্যালক কায়সার তার নিজস্ব ফেসবুক আইডি থেকে প্রচার করছে। প্রায় ৯/১০ মাস আগে একটি অখ্যাত অনলাইন ভিডিও পোর্টালের এক সাংবাদিক মেয়র মনিরুল হক সাক্কুর ৫২ মিনিটের একটি স্বাক্ষাৎকার নেয়। ওই সময় সাংবাদিক নানা রকম প্রশ্নেবানে ফেলেন মনিরুল হক সাক্কুকে। ওই সাংবাদিক এই স্বাক্ষাৎকার প্রচার না করে এটি মনিরুল হক সাক্কুর রাজনৈতিক প্রতিপক্ষকে দিয়ে দেয়। যা হাজী ইয়াছিনের শ্যালক সুপার এডিটিং করে মনিরুল হক সাক্কুর ৫২ মিনিটের স্বাক্ষাৎকার ৩ মিনিট ৪২ সেকেন্ড করে তার ফেসবুক আইডি থেকে প্রচার করেছে। এধরণের অপপ্রচার মনিরুল হক সাক্কুর রাজনৈতিক, সামাজিক ইমেজ ক্ষুন্ন করার গভীর ষড়যন্ত্রের অংশ। এব্যাপারে মেয়র মনিরুল হক সাক্কুর সাথে আলাপক্রমে আইনি প্রক্রিয়ার দিকে এগুনো হবে।’

# সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল হক ভূইয়া স্বপন।

সংবাদ সম্মেলনে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন-বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. সফিকুর রহমান সফিক, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আবদুর রউফ চৌধুরী ফারুক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাক জসীম উদ্দিন ভিপি, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হুমায়ুন কবীর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাহিদ চৌধুরী, সাবেক ভিপি ও জাসাস কুমিল্লার জেলার সাবেক সভাপতি সহিদুল হাসান বাবুল, সাবেক ভিপি ও কোতয়ালী বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, অজিতগুহ কলেজের সাবেক জিএস নাছেরুজ্জামান খন্দকার, সাবেক জিএস ওম ফারুক মিঠু, সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত আকবর সেন্টু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা শহর ছাত্রদলের সাবেক সভাপতি সাজ্জাদুল কবীর, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি মঞ্জরুল আলম রুবেল ও ফেরদৌস পাটোয়ারি, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মনির হোসেন পারভেজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোমান হাসান, ভিক্টোরিয়া কলেজের সাবেক ছাত্রনেতা এনামুল হক সবুজ, আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক সার্কিট, মহানগর ছাত্রদল নেতা আক্তার হোসেন ও শরিফ উদ্দিন বাহার।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম protisomoy.com –এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Last Updated on December 24, 2020 9:03 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102