কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে শারদীয় দুর্গোৎসবে পূজা মন্ডপগুলোতে বইছে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দের জোয়ার। ঢাকডোলের বাদ্যে সরগরম প্রতিটি পূজামণ্ডপ। মণ্ডপগুলো সেজেছে বর্ণিল সাজে।
সোমবার (৩ অক্টোবর) মোকাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লা -৫ আসনের এমপি এডভোকেট আবুল হাসেম খান। বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের সময় তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।
পূজামণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা এবং উপজেলা প্রশাসন ও থানা পুলিশের তদারকি ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এমপি আবুল হাশেম খান।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান, বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ জাহিদ হাসান, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, কাউসার আহাম্মদ, আক্তার হোসেন, রাসেল আহমেদ।
এছাড়াও হিন্দু নেতৃবৃন্দের মধ্যে গৌতম ভৌতিক, হালগাওয়ের সঞ্চয় ভৌতিক, দূর্গাপুরের আশিষ কুমার, শিকারপুরের কার্তিক চন্দ্র ভৌতিক প্রমুখ উপস্থিত ছিলেন।
Last Updated on October 3, 2022 11:45 pm by প্রতি সময়