জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয শোক দিবস পালন করেছে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ।
মঙ্গলবার (১৫ আগষ্ট) মোকাম ইউনিয়ন পরিষদের হল রুমে এ উপলক্ষে আলোচনা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী। ইউপি সচিব মোঃ লিয়াকত আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অরুণ কুমার পাল, আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, মেঃ জহিরুল ইসলাম, লোকমান হোসেন মেম্বার, শাহীন কাদির, মোঃ শাহ আলম, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, মোঃ সফিকুল ইসলাম, মোঃ রবিউল হুসাইন, জামাল হোসেন, জসিম উদ্দিন, মিজানুর রহমান, খোরশেদ আলম, ইউপি সদস্য সাংবাদিক মোঃ জাকির হোসেন, শাহ আলম ভূইয়া, অহিদুর রহমান, শাহ আলম, জসিম উদ্দিন, আবাদ মিয়া, নুরুল ইসলাম, শিল্পী আক্তার, রোমানা শেলী প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সোনার বাংলা গড়ার রূপকার। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ১৫ আগষ্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে গণভোজ অনুষ্ঠিত হয়।
Last Updated on August 15, 2023 11:29 pm by প্রতি সময়