সদ্য এসএসসি পাশ করা মুরাদনগর উপজেলার আমিন নগর গ্রামের দুই তরুণের প্রাণ গেল মোটরসাইকেল দুর্ঘটনায়।
মঙ্গলবার (১ আগস্ট) রাত আনুমানিক ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পারাতলী ব্রিজের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয় দুই তরুণ। এছাড়াও আরেক তরুণের অবস্থা আশঙ্কারজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়। একটি মোটরসাইকেলে চড়ে ওই তিন তরুন বাঞ্ছারামপুর উপজেলার মাছিননগরে রাহাত আলী শাহ মাজার শরীফের ওরশ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।
নিহতরা হলো – মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার
আমিন নগর গ্রামের আতশ আলীর ছেলে সাইফুল ইসলাম (১৬) ও প্রবাসী জুয়েল ভূইয়ার একমাত্র ছেলে মিরাজুল ইসলাম ভূইয়া (১৭)। আহত তরুণের নাম ইকরাম হোসেন।
নিহত মিরাজুল ইসলামের দাদা আবদুল হালিম ভূইয়া জানান, ঘটনার দিন রাতে তিন বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাছিননগরে রাহাত আলী শাহ্’র ওরশ মাহফিল থেকে ফেরার পথে পারাতলীর ব্রিজের কাছে মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মিরাজের মৃ্ত্যু হয়। গুরতর আহত অপর দুই জনের মধ্যে সাইফুল ইসলাম ঢাকা নেওয়ার পথে কড়িকান্দি ফেরিঘাটে মারা যায় এবং আহত ইকরাম হোসেনকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়।
তিনি জানান, নিহত দুইজন এবার এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করেছে।
Last Updated on August 2, 2023 11:23 pm by প্রতি সময়