বৃহত্তর কুমিল্লার দক্ষিণ-পূর্ব জনপদের অন্যতম পূণ্যভূমি কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা দরবারের দুইদিন ব্যাপী ইসালে সাওয়াব মাহফিল আগামীকাল বুধবার (১ মার্চ) আছর থেকে শুরু হবে।
কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনি, নোয়াখালি ছাড়াও দেশের অন্যান্য জেলার বিভিন্ন এলাকা থেকে লাখো আশেকান, ভক্ত, মুরিদানরা প্রতিবছরের ন্যায় এবারও মৌকারার ঐতিহ্যবাহী ইসালে সাওয়াব মাহফিলে শরীক হবেন। ইতোমধ্যে মৌকারা দরবার শরীফ সংলগ্ন মাদরাসা মাঠের বিশাল প্রাঙ্গণে মাহফিলের সার্বিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলা সদর হতে মৌকারা পর্যন্ত ২০টি তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়াও কুমিল্লার সকল উপজেলায় পোষ্টার, ব্যানার ফেষ্টুন টানানো হয়েছে।
আগামীকাল বুধবার থেকে মৌকারা প্রাঙ্গণ হয়ে ওঠবে ওলি-আউলিয়া প্রেমী ধর্মপ্রাণ মুসলমানদের মিলনমেলায়। মৌকারা দরবারের মরহুম পীর শাহসুফি আলহাজ মাওলানা অলী উল্লাহ (রহ.)এর ১৭তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী ৭৭তম ইসালে সাওয়াব মাহফিলে দেশবরেণ্য মুফতি, আলেম ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ বয়ান করবেন।
মৌকারা দরবার শরীফের পীর ছাহেব বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলা সভাপতি ও আমীরুস সালেকীন আলহাজ শাহ মুহাম্মদ নেছারউদ্দিন ওয়ালীউল্লাহী সকল ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে শরীক হওয়ার আহবান জানিয়েছেন। শুক্রবার ফজর নামাজ শেষে আখেরী মুনাজাত পরিচালনা করবেন মৌকারা দরবারের পীর ছাহেব আমীরুস সালেকীন আলহাজ শাহ মুহাম্মদ নেছারউদ্দিন ওয়ালীউল্লাহী।
Last Updated on February 28, 2023 6:56 pm by প্রতি সময়