# বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন আরফানুল হক রিফাত।
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ৷এখানে মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন কোনোভাবেই বরদাশত করা হবে না উল্লেখ করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত বলেছেন,ধর্মের নামে কোনো উসকানি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে কোনো চেষ্টার বিরুদ্ধে মুজিব আদর্শের সৈনিকদের রুখে দাঁড়ানোর সময় এসেছে।মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠী আশকারা পেয়ে মাথায় চড়ে বসেছে।তাদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে।বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন হওয়া এই বাংলাদেশে কোনো মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠীর স্থান হতে পারেনা।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা ও কুষ্টিয়ায় মৌলবাদী গোষ্ঠীর আঘাতে বঙ্গবন্ধুর নির্মানাধীন একটি ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে আরফানুল হক রিফাত এসব কথা বলেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
# টাউনহলের মাঠের একাংশে উপস্থিত জনতা।
বেলা আড়াইটা থেকে নগরীর ২৭টি ওয়ার্ডের মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার ফেষ্টুন হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে টাউনহল মাঠে জড়ো হয়। এসময় স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ। বেলা সোয়া তিনটার মধ্যে টাউনহল মাঠ লোকারণ্য হয়ে উঠে। কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে দলের নেতৃবৃন্দ উপস্থিত হন। বেলা সাড়ে ৩টায় বিক্ষোভ সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতাকারিদের উদ্দেশ্যে আরফানুল হক রিফাত আরো বলেন, পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য থাকলেও বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে ধর্ম ব্যবসায়ীরা বিভ্রান্ত্রি সৃষ্টি করছে। জামায়াত-শিবির ও হেফেজত ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে।
রিফাত বলেন, বঙ্গবন্ধুরভাস্কর্য দেশের স্বাধীনতা ও ইতিহাসের অংশ৷ এই প্রজন্ম ভাস্কর্য দেখে শিখবে৷ ইতিহাস জানবে৷ কিন্তু ‘ধর্ম ব্যবসায়ী’ বাবু নগরী, মামুনুল হক ও ফয়জুল করিমরা এপ্রজন্মকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন রাখতে চায়।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্থপতি৷ যারা এই ভাস্কর্য পছন্দ করেন না, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন৷একাত্তরের পরাজিত শক্তিরা আবারো মাথাচাড়া দিচ্ছে। কুমিল্লার গণনুষের নেতা হাজী আ.ক. বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ওই সব পরাজিত শক্তির বিরুদ্ধে মাঠে থাকতে হবে।
# টাউনহলের মাঠের একাংশে উপস্থিত জনতা।
আরফানুল হক রিফাত সাম্প্রতিক সময়ের একটি হত্যাকান্ডের কথা উল্লেখ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল এ হত্যাকান্ডে আবদল্লাহ আল মাহমুদ সহিদ, পাভেল, রিন্টুসহ আরো নেতাকর্মীদের আসামী করেছে। এ হত্যা মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করতে হবে। হত্যা মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে।
বিক্ষোভ সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আবদুল আলিম কাঞ্চন, আতিক উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কুমিল্লা আদর্শ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সৈয়দ নুরুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান আব্বাসি, সিটি কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, সৈয়দ সোহেল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েলসহ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ শ্রমিকলীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
# বিক্ষোভ মিছিলের নেতৃত্বে আরফানুল হক রিফাত।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান ভেসে আসে। স্লোগানে ধর্ম ব্যবসায়ি মৌলবাদীদের কালোহাত ভেঙ্গে দেয়াসহ দেশের সব জেলায় জাতিরজনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবীও উঠে আসে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 7, 2020 8:02 pm by প্রতি সময়