কুমিল্লার ময়নামতির শাহদৌলতপুর এলাকা থেকে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর ফাঁড়ি পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট।
এব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সুত্রে জানা যায়, বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ ইমরুল হক , এস আই মোঃ কামাল হোসেন, এস আই ডালিম কুমার মজুমদার, এএস আই মোঃ জহিরুল ইসলামসহ একটি দল নিয়মিত অভিযানকালে মাদক বিক্রির সংবাদ পেয়ে ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের সাদ্দাম হোসেনের মালিকানাধীন মুরগীর খামার সংলগ্ন একটি কক্ষে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে খামারের মালিক ও মাদক ব্যবসায়ী শাহ আলমের পুত্র সাদ্দাম হোসেন (৩০), ময়নামতি ইউনিয়নের দক্ষিণ সমেষপুর গ্রামের আক্কাস আলীর পুত্র মোঃ সৈকত (২৩),সদর উপজেলার মোনকানগর গোলাবাড়ি সংলগ্ন গ্রামের মৃত আলী আশ্রাফের পুত্র মনির (৩০) ও সদর উপজেলার বাড়াইপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র শাহজাহানকে (২৫) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে উদ্ধার করা হয় ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট।
Last Updated on February 25, 2021 10:40 pm by প্রতি সময়