কাভার্ডভ্যানের চাপায় নুর সাদি (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এঘটনায় তার সাথে থাকা নাজমুল ও তনু নামে দুই বন্ধু আহত হয়েছেন।
শনিবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি তুত বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দারের বাড়ীতে একটি অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।নিহত যুবক নুর সাদি বুড়িচংয়ের মোকাম গ্রামের খোরশেদ আলমের ছেলে।সে একটি কলেজের সম্মান দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টায় একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ক্যান্টনম্যান্ট অভিমুখে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক নুর সাদিকে মৃত ঘোষণা করে। আহত দুই জনের অবস্থাও আশংকাজনক।
Last Updated on January 10, 2021 12:23 pm by প্রতি সময়