ব্যারিকেড দিয়ে ছিনতাইকালে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার মাধ্যরাতে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় ছিনতাইকালে দেবপুর ফাঁড়ী পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার লক্ষী নারায়নপুর গ্রামে এনামুল হকের পুত্র মোঃ তানজিদ হোসেন রনি (২৩) তিন বন্ধুকে সাথে নিয়ে দুই মোটরসাইকেল যোগে সিলেট যাচ্ছিল। সোমবার রাত দেড়টায় কুমিল্লা সিলেট মহাসড়কের ময়নামতি ইউনিয়নের ঝুমুর এলাকায় আসলে একদল ছিনতাইকারী তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়।
এসময় রনি কৌশলে পালিয়ে গিয়ে দেবপুর পুলিশ ফাঁড়ীতে আশ্রয় নেয়। দুই ছিনতাইকারী পিছু নিয়ে ফাঁড়ী এলাকায় গেলে পুলিশ তাদের আটক করে। পরে পুলিশ ঘটস্থালে গেলে বাকী ছিনতাইকারীরা পালিয়ে যায়। আটককৃতরা হলো- বুড়িচং উপজেলার পূর্ব-শাহদৌলতপুর গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র আমিনুল ইসলাম (৪০) ও মৃত ওমর হায়দারের পুত্র আবু কাউছার রোকন (২৫)।
বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস আই) কাজী হাসান উদ্দিন জানান, এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়েরের পর আটককৃতদের বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজরে প্রেরণ করা হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 11, 2021 8:15 pm by প্রতি সময়