ছবি: প্রধান অতিথির বক্তব্য রাখছেন কুমিল্লার সিভিল সার্জন ডা.নিয়াতুজজামান
যক্ষামুক্ত থাকার করণীয় উল্লেখ করে বক্তারা বলেছেন,যক্ষা জীবাণুঘটিত সংক্রামক রোগ হলেও নিয়মিত,সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ সেবনের মাধ্যমে যক্ষা সম্পূর্ণ ভালো হয়। এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি যক্ষা রোগের প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। সচেতনতা, সঠিক খাদ্যাভাস ও শারিরিক পরিশ্রম-ব্যায়ামের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সোমবার (১০ আগষ্ট) সকালে কুমিল্লা নগরীর মনোহরপুরে ক্যাপসিকাপ পার্টি সেন্টারে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি-নাটাব কুমিল্লার আয়োজনে যক্ষা রোগ প্রতিরোধে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা যক্ষা রোগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলেন, বাংলাদেশে এখনো প্রতি বছর ২২১ জন মানুষ নতুন করে যক্ষা রোগে আক্রান্ত হয়। প্রতি লাখের হিসেবে বছরে যক্ষার কারণে দেশে মৃত্যু বরণ করে ৩৬ জন।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা.নিয়াতুজজামান। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি-নাটাব কুমিল্লা জেলার সহ সভাপতি ডা. মো.আবদুস সেলিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে মুল আলোচক ছিলেন কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা. মো. মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা.আতোয়ার রহমান,নাটাব কুমিল্লার যুগ্ম সম্পাদক আলী আকবর মাসুম,সদস্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. অংকুর দত্ত,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার সভাপতি ইয়াসমীন রীমা,সিটিভি নিউজ কুমিল্লার সম্পাদক ওমর ফারুকী তাপস, নাটাব কুমিল্লার সদস্য সাংবাদিক মহিউদ্দিন মোল্লা।
মতবিনিময় সভায় কুমিল্লায় কর্মরত স্থানীয় ও জাতীয় প্রিন্ট,ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
Last Updated on August 10, 2020 2:18 pm by প্রতি সময়