বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাজারো শহিদের রক্তের বিনিময়ে স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি : সাবেক এমপি কায়কোবাদ ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তবর্তীকালীন সরকার সরে এসেছে : এলজিআরডি উপদেষ্টা কুমিল্লা নগরীতে যানজট দুর্ভোগ : নিরসনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ বাংলাদেশের বহু বিএনপি নেতাকর্মীর পরিবারের কাহিনী আমার পরিবারের মতোই : তারেক রহমান অন্তর্বর্তী এই সরকারকে দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব নয় : ড. খন্দকার মোশাররফ হোসেন বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু মুরাদনগরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সঙ্কটে পাঠদান চলছে খোলা জায়গায় দ্বীনি শিক্ষা বিস্তারে ইতিহাস ও ঐতিহ্যের সোনালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা হোটেল ডায়নার ওয়েটার তফাজ্জল দুই বার বিসিএসে উত্তীর্ণ কন্যার গর্বিত পিতা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা রাখার আহ্বান হাসনাতের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৬ লক্ষাধিক টাকার মৃত্যু দাবির চেক পেলেন নমিনী দেলোয়ার ও নাজমুলের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদ কৃষি উদ্যানে কৃষিশিক্ষার ব্যবহারিক ক্লাস করলো কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভারতে বসে ষড়যন্ত্র করে লাভ নেই : কুমিল্লার সম্মেলনে আমিরে জামায়াত এক ময়লার ভাগাড়ে ‘নরক যন্ত্রণায়’ দশ গ্রামের মানুষ * রিসাইক্লিং ব্যবস্থা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ * সুখবর নেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রকৃত গণমাধ্যম কর্মীরাই পারে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে: বরকত উল্লাহ বুলু স্বৈরাচারী হাসিনা মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন গ্রেফতার স্বৈরাচারী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখেছিল ভারত : বিএনপি নেতা হাজী ইয়াছিনন

যাকাত গরিবের অধিকার

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
  • আপডেট টাইম শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৪৩ দেখা হয়েছে

ইসলাম যে পাঁচটি স্তম্ভের ওপর যুগ যুগ ধরে স্বমহিমায় প্রতিষ্ঠিত রয়েছে ,তার অন্যতম একটি যাকাত। ঈমান ও নামাজের পরই যাকাতের স্থান। পবিত্র কোরআনের অনেক স্থানে নামাজের সঙ্গে যাকাতের কথা বর্ণিত হয়েছে। তাই বলা যায়, যাকাত ইসলামের অত্যন্ত মর্যাদা ও ফজিলতপূর্ণ, অবশ্য পালনীয় একটি বিধান। যা সঠিকভাবে আদায় করলে একদিকে বিত্তবানদের সম্পদ পরিশুদ্ধ ও পবিত্র হয়।

 

অন্যদিকে সমাজ ও রাষ্ট্রে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নিপীড়িত, নিষ্পেষিত বিশাল এক জনগোষ্ঠীর দারিদ্র্যতা ও অসচ্ছলতা দূর হয়ে শান্তি ও সচ্ছলতার মুখ দেখে। অর্থাৎ যাকাত হলো গরিবের অধিকার। পবিত্র কোরআনের অনেক আয়াত ও হাদিসে যাকাত আদায়ের ফজিলতের কথা বর্ণিত হয়েছে।

পবিত্র কোরআনে জাকাতের ফজিলত ইরশাদ হচ্ছে, ‘(হে নবী!) আপনি তাদের মাল থেকে সদকা (যাকাত) উসুল করুন। যাতে আপনি এর মাধ্যমে তাদেরকে পবিত্র ও পরিশোধিত করতে পারেন। আপনি তাদের জন্য দোয়া করুন। নিঃসন্দেহে আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ। বস্তুত আল্লাহ সব কিছু শোনেন, জানেন।’ (সুরা তওবা: ১০৩)।

আরেকটি আয়াতে ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি শস্যদানার মতো। যাতে সাতটি শীষ জন্মায়। এর প্রত্যেকটি শীষে একশত করে দানা থাকে। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা বাকারা: ২৬১)।

 

যাকাত ইসলামের সেতুস্বরূপ:
আবু দারদা (রা.) সূত্রে হাদিসে যাকাতের ফজিলত বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যাকাত ইসলামের সেতু।’ (আল-মুজামুল কাবীর ৪৩২৭) অর্থাৎ নদী বা খাল বিলে যেমন সেতু ছাড়া সুষ্ঠুভাবে চলা যায় না; ঠিক তেমনি যাকাত না দিলে ইসলামের ওপর সঠিকভাবে চলা যায় না বা চলতে পারে না।

যাকাতে সম্পদের অকল্যাণ দূর হয় :

হযরত জাবের (রা.) সূত্রে বর্ণিত, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.) কে জিজ্ঞাসা করল, যে সম্পদের যাকাত আদায় করে, আপনি তার ব্যাপারে কি বলেন? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করল, তার দ্বারা তার সম্পদের অকল্যাণ ও মন্দ দিক দূর হয়ে গেল।’ (আল-মুজামুল আউসাত: ৪৩৩৪)

অর্থাৎ বোঝা গেল, যে সম্পদের যাকাত দেয়া হয় না তার মধ্যে বরকত থাকে না।

যাকাত প্রদান ঈমানের আলামত:
ইবনে ওমর (রা.) সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ ও রাসুলের প্রতি ঈমান রাখে, তার উচিত তার সম্পদের যাকাত দেয়া।’ (আল-মুজামুল কাবীর: ৪৩৪৫)।বোঝা গেল, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করে না; তার ঈমানের মধ্যে ঘাটতি থেকে যায়।

যাকাত প্রদানে ঈমানের স্বাদ লাভ হয়:
আব্দুল্লাহ ইবনে মুয়াবিয়া (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিনটি কাজ এমন রয়েছে, যে ব্যক্তি সেগুলো করবে সে ঈমানের স্বাদ লাভ করবে। কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে এবং বিশ্বাস পোষণ করবে যে, আল্লাহ ছাড়া ইবাদতের জন্য আর কেউ নেই এবং প্রতিবছর নিজের সম্পদের সন্তুষ্টচিত্তে যাকাত আদায় করে।’ (আবু দাউদ: ১৫৮২) । ঈমানের স্বাদ লাভ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কয়টি বিষয়। যারা যাকাত বর্জন করে, তারা এই মর্যাদা থেকে বঞ্চিত হয়।

যাকাত সম্পদে ঘাটতি আনে না:
আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যাকাত সম্পদে ঘাটতি আনে না, ক্ষমায় সম্মান ছাড়া কিছু আনে না; বিনয় মর্যাদা বৃদ্ধি ছাড়া কিছু আনে। না।’ (মুসলিম: ৬৫৯২)

যাকাত সম্পদ রক্ষা করে:
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করো।’ (আল-মুজামুল কাবীর ১০২১৭)

যাদের সম্পদের ওপর যাকাত ফরজ হয়েছে, তারা যেন তাদের সম্পদের যথাযথ হিসাব-নিকাশের মাধ্যমে যাকাত প্রদান করে উপরোক্ত ফজিলত লাভ করতে পারে, মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সেই তাওফিক দান করুন। আমিন।

লেখক : চেয়ারম্যান- গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা।

Last Updated on March 23, 2024 11:27 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102