বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বিএনপি-জামাত দেশের জনগণের চেয়ে বিদেশিদের উপর এতোটাই নির্ভরশীল পড়েছে যে, যাকে দেখে তাকেই ‘বাইডেনের উপদেষ্টা’ মনে হয়। তারা দেশের উন্নয়ন চায় না, শুধু ক্ষমতার লোভে অগ্নি সন্ত্রাস করে। অবরোধের নামে দেশের জনগণের সম্পদ ধ্বংস করছে।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবরোধের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের চলমান উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরে বলেন, বিশ্বমানের উন্নয়ন হয়েছে বাংলাদেশে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে,কর্ণফুলি টানেল,পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক চুল্লীসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে।কক্সবাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, এখন ট্রেন দিয়ে কক্সবাজার যাওয়া যায়৷
সমাবেশে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.রোশন আলী মাস্টার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, সালাউদ্দিন রিপন,দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার, মহিলা নেত্রী ঝর্ণা আক্তার, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Last Updated on November 6, 2023 6:52 pm by প্রতি সময়