কুমিল্লা নগরীর টমছমব্রীজ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জিলু মিয়াকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব-১১। গোয়েন্দা তথ্য, তথ্য উপাত্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। গ্রেফতার আসামী সিলেট জেলার ওসমানী নগরের বড় ধিরারাই এলাকার মৃত রইছ আলীর ছেলে।
মঙ্গলবার (৬ জুন) কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, ২০০৮ সালে জমিজমা ও আর্থিক লেনদেন সংক্রান্ত দ্বন্দের জের ধরে জিলু মিয়ার সাথে তার দুলাভাই আজগর আলী ও ভাই আসমত আলীর মারামারি হয়। মারামারিতে জিলু মিয়ার দুলাভাইয়ের ভাই আসমত আলী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরই প্রেক্ষিতে আজগর আলী সিলেট জেলার ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামী জিলু মিয়া আত্মগোপনে চলে যায়। মামলার বিচারিক কার্যক্রমে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করে।
Last Updated on June 6, 2023 8:47 pm by প্রতি সময়