রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে তারা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির শত্রু : এমপি হাজী বাহার

সাদিক মামুন
  • আপডেট টাইম শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৮০ দেখা হয়েছে

# হাজী আকম বাহাউদ্দিন বাহার এমপি।ফাইলফটো। 

ভাস্কর্য শিল্প একটি দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আকম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, সুদূর অতীতকাল থেকেই পৃথিবীতে ভাস্কর্য শিল্পের বিকাশ ঘটেছিল।প্রাগৈতিহাসিক যুগ থেকে ভাস্কর্য পৃথিবীর ইতিহাস ও সংস্কৃতির গৌরব বহন করে চলেছে।ভাস্কর্যের নিপুণ সৃষ্টিশীলতায়  ফুটে উঠছে নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি।বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নদ্রস্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।বঙ্গবন্ধুর ভাস্কর্য

মানেই বাঙালি জাতির মু্ক্তি সংগ্রামের ইতিহাসের পরিচায়ক।তাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা মনগড়া কথা বলছে, উস্কানি দিচ্ছে তারা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির শত্রু।আজকে একটি মহল বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য  নির্মাণের বিরোধিতা করছে নানা অপব্যাখ্যা দিচ্ছে।অথচ মুসলিম বিশ্বও ভাস্কর্য শিল্প থেকে পৃথক নয়।খোদ সৌদি আরব, ইন্দোনেশিয়া, মিশর, ইরান, ইরাক,আরব আমিরাতের দুবাইা, জাকার্তা, লেবানন, আলজেরিয়া, তুরস্ক, আলবেনিয়াসহ প্রায় সকল মুসলিম দেশেই রয়েছে ভাস্কর্য। বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য  নির্মাণ নিয়ে আজকে যারা বিরোধিতা করে প্রমাণ করেছে তারা এদেশের স্বাধীনতাকে, বঙ্গবন্ধুকে এখনো মেনে নিতে পারছে না।তারা ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী।তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (৪ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কুমিল্লা নগরীর মুন্সেফবাড়িতে এমপি হাজী বাহারের কার্যালয়ের সামনে গরিবদের মাঝে খাবার ও অর্থ বিতরণ শেষে অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’কে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।এর আগে বৃহস্পতিবার (৩ডিসেম্বর) কুমিল্লা টাউনহল মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমপি বাহার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী অনাহূত বিতর্কের সৃষ্টি করছে বলে মন্তব্য করেন।মতনিময় সভায় এমপি বাহার বলেন, প্রাণীর ভাস্কর্য মানেই শিরক নয়, মূর্তি নয়।ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও সংস্কৃতির পরিচয় বহন করে। ভাস্কর্যকে কেউ পূজা করেনা। অসংখ্য মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে।

‘প্রতিসময়’কে দেওয়া সাক্ষাৎকারে এমপি বাহার বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য  নির্মান নিয়ে একটি গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে।তারা ধর্মকে রাজনৈতিক ইস্যুতে পরিণতে করতে চাইছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

# ইরাকের বাগদাদ নগরিতে রয়েছে ইবন মিনার ভাস্কর্য।

এমপি বাহার বলেন, আজকে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের দিকে তাকালে দেখা যাবে- সৌদি আরবের জেদ্দার স্থাপত্য পার্কে শোভা পাচ্ছে জয় অব লাইফ নামের এই ভাস্কর্যটি।এতে দুটি মানুষের বিমূর্ত প্রতিকৃতি রয়েছে।আরও আছে, উট, ঘোড়া ও মাছের ভাস্কর্য।ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শৈশবের ভাস্কর্য রয়েছে।ইস্তাম্বুলে আধুনিক তুরস্কের স্থপতি কামাল আতাতুর্কের ভাস্কর্য আছে।ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রবিজ্ঞানী, সমাজসংস্কারক ঘায়েম মাঘাম ফারাহানির ভাষ্কর্য রয়েছে। এছাড়াও ইরানে কিংবদন্তি মুসলিম বিজ্ঞানী আবু জাফর মুহাম্মদ ইবনে মুহাম্মদ আদ-দীন-তুসির ভাস্কর্য বিদ্যমান।ইরাকের বাগদাদ নগরিতে রয়েছে ইবন মিনার ভাস্কর্য।লেবাননের রাজধানী বৈরুতে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির ভাস্কর্য আছে।

# তুরস্কে সেলীমি মসজিদের সামনে নকশাবিদ মিমার শিনানের ভাস্কর্য।

এমপি বাহার বলেন, কেবল সড়ক বা বিশেষ স্থানে নয়, মসজিদের সামনেও ভাস্কর্য আছে।এরমধ্যে  তুরস্কের ইদারান শহরের ঐতিহ্যবাহি সেলীমি মসজিদের সামনে মসজিদটির নকশাবিদ মিমার শিনানের ভাস্কর্য,ইরানের তাবারজ শহরের ব্লু মসজিদের সামনে পারস্যের বিখ্যাত কবি আফজালউদ্দীন বাদিল (ইব্রাহিম)খাকানির,আলবেনিয়ার রাজধানি তিরানার ইথাম বে মসজিদের সামনে আলবেনিয়ার জাতীয় বীর সিকান্দার বেগের, লেবাননের বৈরুতে মোহম্মদ আল আমীন মসজিদের প্রধান ফটকের বাইরে প্রথম বিশ্বযুদ্ধে নিহত আরব ও লেবানিজদের সম্মানে তৈরী মাট্রেরস মনুমেন্ট, মিশরের কায়রো শহরের প্রাণকেন্দ্রে মোহম্মদ আলি মসজিদটির প্রধান ফটকেই রয়েছে ইজিপসিয়ান বীর যোদ্ধা ও ১৮ শতকের সেনা প্রধান ইব্রাহিম পাশার যুদ্ধাংদেহী ভাস্কর্য বিদ্যমান রয়েছে।

তাহলে বাংলাদেশে বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নদ্রস্টা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মান নিয়ে আজকে যারা বিরোধিতা করছে তাদের আসল এজেন্ডা কী তা দেশের স্বাধীনতাকামী মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় এসেছে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।

Last Updated on December 5, 2020 11:20 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102