নারী নির্যাতন, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের গডফাদারসহ বেশ কয়েকটি অভিযোগ এনে মুন্সিগঞ্জে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজমীর শেখের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে গ্রামবাসী।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও বাজারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও ঝাড়ু মিছিলে রামপাল ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এদিকে যার বিরুদ্ধে এতোসব অভিযোগ সেই যুবলীগ নেতা আজমীর শেখ গণমাধ্যমকে বলেন, ‘রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এসব কর্মসূচি করেছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয়।’
মানববন্ধন ও ঝাড়ু মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন-রামপাল ইউনিয়ন পরিষদ (ইউপি) প্যানেল চেয়ারম্যান আলী আজগর বেপারী, ইউপি সদস্য মহিউদ্দন আহম্মেদ, সানি আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ কবির সোহেল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ সভাপতি রবিউল জিতু, রামপাল কলেজ ছাত্রলীগ সভাপতি পায়েল ফরাজি, সাধারণ সম্পাদক লিয়নসহ ইউনিয়ন আওয়ামী লীগসহ এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
Last Updated on February 24, 2021 5:59 pm by প্রতি সময়