কুমিল্লার দাউদকান্দিতে বোরকা পড়ে চাঞ্চল্যকর যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ডের ঘটনায় দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই মো মাসুদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ আদেশ দেন।
মাসুদের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন জামাল হত্যাকাণ্ড মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মাসুদ সালাউদ্দিন।
বাদী পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন বলেন, ১৬৪ ধারায় শুটার দেলু, ছাত্রলীগ নেতা মাজহারুল ও গাড়ি চালক সুমন হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহে মাসুদের সংশ্লিষ্টতার বিষয়টি পরিষ্কার হয়। সেখানে তারা বলেছেন, মাসুদ তার স্ত্রীর মাধ্যমে আলমারীতে অস্ত্র রেখেছেন। আবার সেগুলো আলমারী থেকে নিয়ে মহাসড়কের পাশে ঝোঁপে লোকিয়ে রেখেছেন। আমরা আশা করি, অস্ত্র মামলার গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশে অস্ত্র সরবরাহের মাফিয়ারা বেড়িয়ে আসবে। কিভাবে কোন পথে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করছে, কারা এসব নিয়ে আসতেছে; তা পরিষ্কার হবে।
তিনি আরো বলেন, এছাড়া জামাল হত্যাকাণ্ডে কারা অর্থ সহায়তা করেছেন এই বিষয় গুলো বেরিয়ে আসবে। মাসুদের রিমাণ্ডের মাধ্যমে জামাল হত্যাকাণ্ডের সকল তথ্য বেড়িয়ে আসবে বলে মনে করি।
প্রসঙ্গত, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই মাসুদ যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার ১০ নাম্বার আসামী। পরবর্তীতে একই ঘটনায় চান্দিনা থানার অস্ত্র মামলায় তাকে গ্রেফতার দেখায় আদালত। কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন খুন হন। তিনজন বোরকা পরে এসে তাকে গুলি করে হত্যা করেন।
Last Updated on July 10, 2023 10:11 pm by প্রতি সময়