সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাজী ইয়াছিন অনুসারিদের নির্যাতিত নেতাকর্মীর পরিবারের সংবাদ সম্মেলন মোনাফেকি করা ঠিক নয় : জামায়াতের উদ্দেশ্যে কায়কোবাদ সাঈদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুরাদনগরে মানববন্ধন মনোনয়ন না দেওয়ায় ব্যারিস্টার মামুন সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে : কুসিকের সাবেক কাউন্সিলরগণ ঠোঁটে লিপস্টিক পরা হলো না আদিবার কুমিল্লার একই পরিবারের ৫ জনের কক্সবাজার আনন্দযাত্রা সড়কেই শেষ কুমিল্লার রামমালা ডিজিটাল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে : তথ্য উপদেষ্টা  শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুমিল্লার নয়টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুটির সিদ্ধান্ত পরে চান্দিনায় পুকুরে ডুবে প্রাণ গেলো ১৪ মাস বয়সী আরিয়ানের  মুরাদনগরে তিনটি গ্যাসফিল্ড, কিন্তু আবাসিক খাতেই বঞ্চিত লক্ষাধিক পরিবার সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র এখনও নিরাপদ নয় # নির্যাতিত দশ সাংবাদিককে সম্মাননা দিল সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা দৈনিক আজকের জীবন সবসময় সাহসী ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা চান্দিনায় জাতীয় সমবায় দিবস উদযাপন স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে চান্দিনা থেকে শ্যালকের শিশুপুত্রকে অপহরণের একদিন পর উদ্ধার চান্দিনায় প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানের বিরুদ্ধে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ দাউদকান্দিতে গরু চোর চক্রের চার সদস্য আটক মুরাদনগরে নিখোঁজের সাতদিন পর শিশু মীমের লাশ মিললো ডোবায়, হাত ও গলায় রশি প্যাঁচানো সদর দক্ষিণে ঘর পোড়ানোর মামলা করে আসামিদের হুমকির মুখে বাদী

রমজান মাসে রয়েছে পাপমুক্ত হওয়ার অবারিত সুযোগ

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৪০ দেখা হয়েছে

দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি পেতে হলে পাপমুক্ত জীবন গঠন করতে হবে। মানুষের পরম কাঙ্ক্ষিত পাপমুক্ত জীবন গঠনের জন্য মাহে রমজানের বিকল্প নেই। কারণ বছরের যেকোনো সময়ের চেয়ে এ মাসে নিজেকে পাপমুক্ত রাখা সহজ। পরিবেশ ও পারিপার্শ্বিকতা সে সুযোগ করে দেয়। আমরা পরিবেশের কারণে না চাইলেও অনেক সময় পাপে জড়িয়ে পড়ি। রমজানে পাপমুক্ত জীবন গড়ার পরিবেশ বিরাজ করে, সহজ করে দেয়।

মাহে রমজানে বান্দা যখন বিগত দিনের কৃত পাপ বা গোনাহ্ থেকে তওবা করে তখন তাকে ক্ষমা করে দেওয়া হয়। বান্দার বিনীত প্রার্থনা ছাড়া আল্লাহ সাধারণত ক্ষমা করেন না। এজন্য রমজানে চাই বেশি বেশি তওবা এবং আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সোপর্দ।

 

তওবা কবুল হওয়ার জন্য সাধারণত তিনটি শর্ত- অন্যায় পরিত্যাগ করতে হবে, পাপের জন্য অনুতপ্ত হতে হবে এবং পুনরায় সেই কাজ না করার অঙ্গীকার করতে হবে।

 

তবে কারও হক নষ্ট হয়ে থাকলে প্রথমে সেই ব্যক্তির সঙ্গে বিষয়টি সুরাহা করার পর এ তিনটি শর্ত পালন করতে হবে। বান্দার হক আদায় না করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেও তা কবুল হবে না। নিজের অন্যায়কে স্মরণ করে মানুষ যখন অনুতপ্ত হয় এবং মহান আল্লাহর কাছে ক্ষমা চায় তখন তিনি ক্ষমা না করে পারেন না।

 

তওবাকারী বান্দার প্রতি আল্লাহ সবচেয়ে খুশি হন, ক্ষমা করেন। মানুষ যতবারই অন্যায় করুক, পাপে লিপ্ত হোক আল্লাহ তার অসীম দয়া ও করুণায় প্রতিবারই বান্দাকে মাফ করে দেন। তবে বান্দাকে চাইতে হবে, তওবা করতে হবে।

রমজান হলো তওবা কবুলের মাস। রমজানের প্রতি মুহূর্তে আল্লাহ অগণিত বান্দাকে ক্ষমা করে দেন। অন্য মাসগুলোর তুলনায় রমজানে আরও সহজে বান্দার তওবা কবুল হয়। এ মাসে যে ক্ষমা প্রার্থনা করবে তাকে ক্ষমা করা হবে বলে আল্লাহর নবী (সা.) ঘোষণা করেছেন।

এজন্য রমজানে প্রত্যেককে নিজেকে পরিচ্ছন্ন ও পাপমুক্ত করার সংকল্প করতে হবে। তওবা ও ইস্তেগফারের প্রতি গুরুত্ব দিতে হবে। কোনো মানুষের ক্ষতি করে থাকলে, কারও জীবন, সম্পদ বা সম্মানে আঘাত করে থাকলে প্রথমে তার কাছেই ক্ষমা চেয়ে নিতে হবে। কোনো অন্যায় কাজে লিপ্ত থাকলে এখনই তা পরিত্যাগ করতে হবে। কারও সম্পদ অন্যায়ভাবে দখল করে রাখলে অবিলম্বে ফেরত দিতে হবে। এরপর নিজের মধ্যে অনুশোচনাবোধ সৃষ্টি হলে আল্লাহতায়ালা বিগত দিনের গুনাহ অবশ্যই ক্ষমা করবেন। অতীতে প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে থাকলে আবার তওবা করতে হবে। তওবা ভঙ্গ হয়ে গেলে আবার তওবা করলে আল্লাহ তা কবুল করবেন। বান্দার বারবার গুনাহ এবং তওবার দ্বারা আল্লাহ বিরক্ত হন না। আল্লাহ চান বান্দা যত অবাধ্যই হোক একসময় তাঁর নিকট ফিরে আসুক।

 

রমজান মাসে বান্দাকে পাপমুক্ত হওয়ার অবারিত সুযোগ আল্লাহ দিয়ে রেখেছেন। এ সুযোগ পাওয়ার পরও কেউ তা কাজে লাগাতে না পারলে, তাঁর জন্য খুবই দুর্ভাগ্যজনক। আল্লাহর রাসুল (সা.) এমন ব্যক্তির জন্যই আক্ষেপ করেছেন।

রাসুল (সা.) বলেছেন, রমজান মাস পেয়েও যারা জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না তার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই।

তাই দুর্ভাগা হওয়া কারও জীবনের কাম্য হতে পারে না। এজন্য আসুন পাপমুক্ত জীবন গড়ার অঙ্গিকার করি এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি। দুনিয়া ও আখিরাতের শান্তি ও মুক্তি লাভে নিজেকে ধন্য করে আলোকিত জীবন গড়ি। আমিন।।

লেখক : চেয়ারম্যান -গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!