অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নিজেদের মধ্যে দলাদলি, রেষারেষি না করে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে। কোনোভাবে দলের নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করবেন না। রাজনীতি করুন মানুষের কল্যাণের জন্য। সব শ্রেণি পেশার মানুষের পাশে থেকে তাদেরকে ভালোবাসুন, তাদের সমস্যা শুনুন, সমাধানের চেষ্টা করুন। আর আগামী নির্বাচনে আমরা কিভাবে মানুষের ভালোবাসা, দোয়া ও ভোটে জয়লাভ করতে পারি এনিয়ে কাজ করুন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর সদরের মহিলা মডেল কলেজ প্রাঙ্গণে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউসূফের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমূল হাসান ভূঁইয়া বাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য আবু বক্কর ছিদ্দিক আবু, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব মিজানুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান মজুমদার, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল খায়ের আবু, অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, আবু তাহের চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক এম সাইফ উদ্দীন আলমগীর, হুমায়ূন কবির মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাটোয়ারী, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Last Updated on April 25, 2023 10:33 pm by প্রতি সময়