শিল্প-সাহিত্য মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখায়।অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। আমাদের এ বিভাগে আজকে কবিতা নিয়ে যুক্ত হয়েছেন কাজী শারমিন সুলতানা।
পেশায় চাকরিজীবী।সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার সহকারি রাজস্ব কর্মকর্তা।করোনাকালের এ সময়ে যখন জাতীয় রাজস্ব বোর্ডের সামগ্রিক প্রবৃদ্ধি অর্জন চ্যালেঞ্জের পথে- তখন কুমিল্লা কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট প্রবৃদ্ধি অর্জনে দেখালো সাফল্যের দুর্লভচিত্র। আর সেই সাফল্যের বাস্তবতাকে কবিতার ছন্দে তুলে আনলেন কাজী শারমিন সুলতানা। প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে সেই কবিতা পড়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন শারমিন। অফিসের সবাই এতদিন তার গুরুগম্ভীর্যতার মাঝে কাজের স্পৃহা দেখেছে, কিন্তু সেদিন সবাই দেখল তার ভেতরে লুকিয়ে থাকা সাহিত্যের সুপ্ত প্রতিভা।যার বহি:প্রকাশ ঘটল নিজের কন্ঠে আবৃতি করা সেই কবিতায়… যা ‘প্রতিসময়’ পাঠকের জন্য তুলে ধরা হল।
-কাজী শারমিন সুলতানা-
জেগে উঠেছে প্রাণের জোয়ার
বর্ণিল কর্ম বিলাসে ভাসার।
নব উদ্যমে, নব কৌশলে
নব দীপ্তিতে, নব বাহুবলে।
ইস্পাত কঠিন দৃঢ় প্রত্যয়ে
আদেশ পালনে শূন্য ব্যত্যয়ে।
রাজস্ব আহরণে সম্মুখ সমরে
লড়ছে সবাই আট প্রহরে।
শিরায় শিরায় রণতূর্যধ্বনি
প্রত্যহ প্রাপ্তির জয়ধ্বনি।
শিহরিত অভিযানে কেটে যায় বেলা
ব্যতিক্রমী কর্মবিলাসের খেলা।
হঠাৎ এলো শাহী এলান
অনুপ্রেরণার সুতীক্ষ্ণ বাণ
রাজস্ব ‘প্রথম শ্রেণীতে প্রথম’
অনলাইন রিটার্নেও প্রথম
ক্লান্তি অবসাদ সবই আজ খতম।
আজ আনন্দের মিলন মেলায়
নব জোয়ারের প্রভাত বেলায়,
হাতে হাত রেখে মিলি প্রতিজ্ঞায়
অনাগত আরো জয়ের প্রতীক্ষায়।
আকাশ আমাদের শেষ সীমানা
প্রাণের মাঝে মেলেছে ডানা,
দেশ মাতৃকার স্বার্থ সর্বোচ্চ
তার কাছে রব সবাই তুচ্ছ।
প্রধান সেনাপতি কমিশনারেট পতি
বললেন রাজস্ব যোদ্ধাদের প্রতি,
অতিক্রম নয় ব্যতিক্রম-
আমরাই করবো আমাদের অতিক্রম।।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 3, 2020 8:13 pm by প্রতি সময়