রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

রাতে সিল মারা ঠেকাতে ভোটের দিন ভোরে ব্যালট পৌঁছবে কেন্দ্রে

মোহাম্মদ আলী শাহীন, স্টাফ রিপোর্টার (দাউদকান্দি) কুমিল্লা
  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৬৫ দেখা হয়েছে

ভোট গ্রহণের আগের রাতে জোর করে বা কৌশলে ব্যালট পেপারে সিল মারার ঘটনা নতুন কোন ঘটনা নয়।তবে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ওই ধরণের ঘটনা ঠেকাতে বিকল্প ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আর এরকম ব্যবস্থা গ্রহণে বেশ খুশি প্রার্থী ও ভোটাররা।

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের আগের রাতে ভোটগ্রহণের সকল সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হলেও এর সাথে যাবেনা ব্যালট পেপার। ভোটের দিন সকালে ভোট শুরুর অন্তত একঘন্টা আগে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার। রাতের ভোট চুরি ঠেকাতে প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার  সৈয়দ মো. নুরুল ইসলাম বিপিএম(বার)পিপিএম বলেন, দাউদকান্দি উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত। সকাল আটটার আগে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। প্রশাসন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউপি নির্বাচনে কোথাও কোথাও রাতের বেলায় প্রিসাইডিং কর্মকর্তাকে জিম্মি করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এতে অনেক নির্বাচনী কর্মকর্তা হয়রানির শিকার হয়েছে।অনেক প্রিসাইডিং কর্মকর্তা রাতে না ঘুমিয়ে ব্যালট পেপার পাহারা দেন। ভোটাররাও নির্বাচন নিয়ে আস্থাহীনতায় থাকেন।এসব কারণে দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল আলম ভূঁইয়া কেন্দ্রে ভোরে ব্যালট পাঠানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আশরাফুন নাহার  জানান, এ উপজেলায়  চেয়ারম্যান পদে ২জন প্রার্থী,ভাইস চেয়ারম্যান পদে ৪জন, মহিলা -ভাইস চেয়ানম্যান ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে।উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ ১০২টি কেন্দ্রে ২ লাখ ৭৩ হাজার ৫০১ জন ভোটার রয়েছেন।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা  ও উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দাউদকান্দির প্রতিটি ইউনিয়নের একটি কেন্দ্রে নির্বাচনের আগের দিন ব্যালট পেপার রাখা হবে। ভোটের দিন ভোর ছয়টায় ওই ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। ব্যালট পেপার ছাড়া নির্বাচনী অন্যান্য সরঞ্জাম আগের দিন কেন্দ্রে পাঠানো হবে। রাতের বেলায়  ব্যালট পেপারে সিল মারার কোনো সুযোগ নেই।

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও ভিডিও নিউজ দেখতে protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।

Last Updated on October 19, 2020 12:14 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102