শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

রাত পোহালেই দাউদকান্দিতে ভোট উৎসব

মোহাম্মদ আলী শাহীন, স্টাফ রিপোর্টার (দাউদকান্দি) কুমিল্লা
  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩১৬ দেখা হয়েছে

রাত পোহালেই মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পার্শ্বের গোমতী নদীর তীরে অবস্থিত কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট উৎসব। এ নির্বাচন নিয়ে দাউদকান্দির রাজনীতির মাঠে রয়েছে যথেষ্ট উত্তাপ-উত্তেজনা।সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরাপত্তার চাদরে এখন গোটা উপজেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে রবিবার রাত ১২টায়। এরপর থেকে ইউনিয়ন ও পৌর এলাকার প্রতিটি চায়ের দোকানে হাট বাজারে,পাড়া মহল্লায় চলছে ভোট আড্ডা।এ নির্বাচন ঘিরে উপজেলার প্রতিটি সড়ক,মোড়ে মোড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের ছবি ও প্রতীকসংবলিত ফেস্টুন ও ব্যানার। তবে ব্যতিক্রম দৃশ্যের দেখা মিলেছে গোটা উপজেলায়। আর তা হলো আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী সুমনের নৌকা প্রতীকের কোন পোষ্টার, ব্যানার ফেষ্টুন কিছুই নেই।

দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,নির্বাচনে ৩পদে ৮জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্ব›দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে ২জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী (নৌকা) ও সাইফুল আলম ভূঁইয়া (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ এসডু (চশমা), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লালুর রশিদ দোলন (টিয়া পাখি), উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মো.তারিকুল ইসলাম নয়ন (তালা), রুহুল আমিন (ধানের শীষ), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার (প্রজাপতি) ও ফরিদা ইয়াসমিন ডলি (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী পোস্টার ছাড়াই প্রতিদ্ব›দ্বীতা করার ঘোষণা দেন। সরজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের কোনো পোস্টার দেখা যায়নি।
প্রচার-প্রচারণায় চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীর চেয়ে আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে রয়েছে।ধানের শীষ প্রার্থীর প্রচার-প্রচারণা তেমন দৃশ্যমান দেখা যায়নি।কারণ তৃণমূল নেতাকর্মীরা হামলা মামলার ভয়ে মাঠে নামেনি।এদিকে তরুণ প্রজম্ম ও সাধারণ ভোটাদের কাছে নৌকার প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলীর আস্থা বেড়েছে।কারণ হিসেবে জানা যায়, করোনাকালীন সময়ে তিনি দাউদকান্দিবাসীর পাশে ছিলেন।ওই সময়ে কোনো রাজনৈতিক নেতাকে মাঠে দেখা যায়নি।করোনাভাইরাস প্রতিরোধে তার ভূমিকা ভূয়শী প্রশংসা অর্জন করেছে উপজেলাবাসীর কাছে।নির্বাচনে নৌকাকে বিজয়ের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ,অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনসহ তৃণমূলের নেতা-কর্মীরা তার পক্ষে মাঠে নেমেছেন।
নৌকার প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন,জয়ের ব্যাপারে আমি আশাবাদী।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা নৌকা ও জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা, উন্নয়নের মার্কা নৌকা,স্বাধীনতার মার্কা নৌকা।গত পাঁচ বছর সুখে-দুখে জনগণের পাশে ছিলাম এবং করোনাকালীন সময়ে পরিবার পরিজন ছেড়ে সেবক হিসেবে কাজ করেছি বলেই আজকে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।দলমত নির্বিশেষে সকলের কাছে আমার গ্রহণ যোগ্যতা রয়েছে। আর ভোটাদের নৌকার প্রতি আস্থা আছে। তাই আমার বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি পোস্টার লাগবে না।
বিএনপি’র প্রার্থী সাইফুল আলম ভূঁইয়া বলেন,অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে,ভোটাররা যদি ভোট দিতে পারে তাহলে ভোটাররা আমাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত করবে ইনশাল্লাহ।
দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুন নাহার জানান,ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন।উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ভোটার ২লাখ ৭৩হাজার ৫০১জন।এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৭হাজার ৫৫৩জন এবং মহিলা ভোটার ১লাখ ৩৫হাজার ৯৪৮জন। উপজেলা ও পৌরসভার ১০২টি কেন্দ্রের ৬৫৮টি বুথে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও ভিডিও নিউজ দেখতে protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।

Last Updated on October 19, 2020 6:55 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102