কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে। সোমবার (৩০ আগস্ট) সকালে রামচন্দ্রপুর গোমতী নদীর বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই কামাল হোসেন, এএসআই জহির সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ হারুনুর রশিদ (৪৫) নামে এক যুবকে আটক করে। সে রামচন্দ্রপুর এলাকার আঃ মতিনের ছেলে।
তার বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ সোমবার তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 30, 2021 9:08 pm by প্রতি সময়