
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের জনমত সৃষ্টিতে মাঠে নেমেছেন স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জনসাধারণের মতামত সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়।
এসময় কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজীব আহসান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর সারাদেশে যে রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে তারই অংশ হিসেবে তারেক রহমান ও দুই বছর আগে বিএনপির দেওয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগনের কাছে পৌছে দেওয়াটাই আমাদের এই লক্ষ্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আল এমরান, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন হাজারী, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন পারভেজ, সাংগঠনিক সম্পাদ এ কে এম শাহেদ পান্না, মুরাদনগর উপজলো স্বেচ্ছোসবেক দলরে আহ্বায়ক এডভোকেট নাছির উদ্দিন আহম্মেদে, উপজেলা যুবদলের যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাছান আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসা, যুবদল নেতা মাসুম মুন্সী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাছান, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সুমন মিয়া প্রমুখ।