কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সাংবাদিক মীর শাহআলম কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে কলেজের শিক্ষকবৃন্দ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কলেজ মিলনায়তনে ওই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মীর শাহআলমকে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কলেজ অধ্যক্ষ শাহ আরিফুল ইসলাম লতিফীর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধিত শিক্ষক মীর শাহআলম অনুভূতি ব্যক্ত করে বক্তৃতায় বলেন, চাকরি জীবনের একটি আবেগময় অধ্যায় বিদায়। কেউ বদলিজনিত বিদায় হোন, কেউ বা অবসরজনিত। আমি মনে করি অবসরজনিত বিদায় যেনো একটি নিঃশব্দ চিৎকার। দীর্ঘদিনের মায়ামমতায় ভরা প্রাণের প্রতিষ্ঠান থেকে আজ আমি চির বিদায় নিলেও মনটা যেনো ঐতিহ্যবাহী নান্দনিক এই কলেজেই পড়ে থাকবে। এই কলেজের সকল শিক্ষক অত্যন্ত মেধাসম্পন্ন। আমার অধ্যাপনা জীবনে আমি কলেজের সকল শিক্ষকদের ভালোবাসা সহযোগিতায় চেষ্টা করেছি দায়িত্বপ্রাপ্ত কাজগুলো যথাযথ ও নিষ্টার সাথে পালন করতে। নিজের সবটুকু মেধা, জ্ঞান দিয়ে প্রানপ্রিয় শিক্ষার্থীদের পাঠদান করেছি।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহ আরিফুল ইসলাম লতিফী বলেন, সহকারি অধ্যাপক মীর শাহআলম একজন দায়িত্বশীল ও যোগ্যতাসম্পন্ন শিক্ষক ছিলেন। তিনি শিক্ষকতা পেশার পাশাপাশি দেশের প্রথম শ্রেণির জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সাংবাদিকতার মতো মহান দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালন করছেন। তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপোস করেন নি। আজকে তাঁকে সংবর্ধনা দিতে পেরে মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষক পরিবার নিজেদের গর্বিত মনে করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মফিজুল ইসলাম, সহকারি অধ্যাপক নুরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক এবিএম কামরুজ্জামান, আহসান উল্লাহ ফরহাদুল ইসলাম, আরিফ মোহাম্মদ রেজা, নাসির উদ্দিন, আবু তাহের, সাংবাদিক রফিকুল ইসলাম, আরিফ হোসেন মজুমদার, আনিছুর রহমান ও কলেজ ছাত্র লীগ নেতা মো. মাসুম বিল্লাহ প্রমুখ।
Last Updated on December 14, 2023 1:10 am by প্রতি সময়