বুড়িচং থানা পুলিশের একটি চৌকষ দলের গার্ড অব অনার প্রদান। ইনসেটে মুক্তিযোদ্ধা হাজী আবদুর রশিদের ফাইল ছবি #
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হাজী আবদুর রশিদের দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার জুমা নামাজ শেষে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার ভুইয়া বাড়ি বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। তিনি নিমসার গ্রামের ছোট বড় সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।নতুন প্রজন্মকে সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় প্রেরণা দিতেন।
মুক্তিযোদ্ধা মরহুম আবদুর রশিদকে কুমিল্লা জেলার বুড়িচং থানা পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আজিজল বারিসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে তাকে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 29, 2020 2:05 pm by প্রতি সময়