বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর সিলেট অঞ্চলের প্রথম জাতীয় সংবাদপত্র রূপসী বাংলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক বরেণ্য শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক অধ্যাপক আবদুল ওহাব এর আজ ১৮তম মৃত্যুবার্ষিকী। ২০০৩ সালের ৪ আগস্ট রাত আড়াইটায় শিক্ষাঙ্গন ও গণমাধ্যম জগতের আদর্শ ও নীতিবান ব্যক্তিত্ব অধ্যাপক আবদুল ওহাব কুমিল্লার সকল শ্রেণি-পেশার মানুষকে কাঁদিয়ে পরলোকগমন করেন।
তিনি সকলে কাছে রূপসী বাংলা’র ওহাব স্যার নামেই পরিচিত ছিলেন। অধ্যাপক আবদুল ওহাব চালচলনে ছিলেন একজন খাঁটি বাঙালী । বাঙলা ভাষা ও সাহিত্যের নানা শাখায় তার ছিল অবাধ বিচরণ। তিনি বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলতেন। আবার ইংরেজী ভাষার প্রতিও ছিল তাঁর অসামান্য দক্ষতা । দেশের প্রথিতযশা সাংবাদিকদের মধ্যে তিনি ছিলেন একজন । তাঁর জ্ঞানের আলোয় আলোকিত হয়েছেন অগণিত মানুষ। অধ্যাপক আবদুল ওহাব একজন শিক্ষক ও সাংবাদিকই ছিলেন না, তিনি কাব্য চর্চা, নাটক, অভিনয় করবেন। গল্প, উপন্যাস লিখতেন। এমনকি আঁকাআঁকি ও সংগীত চর্চাও করেছেন ।
কুমিল্লার সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের পথিকৃৎ দৈনিক রূপসী বাংলা’র পথচলাও ৫০ বছর চলছে। পত্রিকাটির ৩২ বছরের সময় অধ্যাপক আবদুল ওহাব মারা যান। আর এই ১৮ বছরে একদিনের জন্যও পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়নি। নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে রূপসী বাংলা এগিয়ে চলছে অধ্যাপক আবদুল ওহাবের সততা ও আদর্শের পথ ধরে। আজকের সময়ে রূপসী বাংলা একটি বিপ্লব।
অধ্যাপক আবদুল ওহাবের জীবদ্দশায় রূপসী বাংলা প্রকাশের ক্ষেত্রে নেপথ্যে থেকে যিনি সার্বিক সযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে গেছেন তিনি হলেন অধ্যাপক আবদুল ওহাবের সহধর্মিনী হাসিনা ওহাব। তিনি নিজেও শিক্ষকতা পেশায় ছিলেন। সংসার, স্কুল গুছিয়ে রূপসী বাংলাকে পরম মমতায় সময় দিতেন। অধ্যাপক আবদুল ওহাবের মৃত্যুর পর দৈনিক রূপসী বাংলার সম্পাদকের দায়িত্ব নিয়ে হাসিনা ওহাবের দিক নির্দেশনায় পত্রিকাটির পথচলা অব্যাহত রয়েছে।
অধ্যাপক আবদুল ওহাব আজ নেই, কিন্তু তাঁর অনন্য কীর্তি দৈনিক রূপসী বাংলা পত্রিকার প্রতিটি অক্ষরে অমর হয়ে আছেন, জেগে আছেন তিনি।
বরেণ্য সাংবাদিক অধ্যাপক আবদুল ওহাব স্যারের ১৮তম মৃত্যুবার্ষিকীতে ‘প্রতিসময়’ পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। মহান আল্লাহ আপনাকে পরকালে শান্তিতে রাখুক।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 4, 2021 11:27 pm by প্রতি সময়