র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা কুমিল্লা নগরীর নানুয়া দিঘী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে নগরীর নানুয়া দিঘী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিঠু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিঠু কুমিল্লা আদর্শ সদর উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেফতার মিঠু জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর শুক্রবার তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Last Updated on September 1, 2023 7:33 pm by প্রতি সময়