কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকা হতে ২৫ কেজি গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলো- যশোর জেলার সদর থানার তেঘরিয়া গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ জুয়ের হোসেন (৩০)।
আটক মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ যশোর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Last Updated on July 15, 2023 8:50 pm by প্রতি সময়