কমিল্লায় পৃথক দুটি অভিযানে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং সোয়া লক্ষাধিক আতশবাজি ও ভারতীয় অন্যান্য পণ্য সামগ্রীসহ ছয় চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের আভিযানিক টিম।
শনিবার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা নগরীর শাকতলাস্থ র্যাব কার্যালয় থেকে জানানো হয়,
শুক্রবার রাতে নগরীর শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ২৪ হাজার ৯৬ পিস ভারতীয় আতশজবাজী, ২০ হাজার পিস ভারতীয় পন্ডস পাউডার, ৮শ ৬০ পিস ভারতীয় টুথপেস্ট, ১শ ৫০ পিস ভারতীয় ফেইসওয়াশ এবং ১শ ৯২ পিস ভারতীয় তেল উদ্ধার করা হয়। এ সময় ছয় চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কুমিল্লা নগরীর শাসনগাছার মো. রনি, নিরব হাসান অপু, জেসমিন, কুমিল্লা সদর উপজেলার আড়াইওড়া গ্রামের মো. নাইম, মুড়াপাড়া গ্রামের ছাইম হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের মো. কবির।
একই দিন অপর একটি অভিযানে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুরপুর এলাকা হতে ৫১ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কুমিল্লা নগরীর সংরাইশ গ্রামের রানা মিয়া এবং কুমিল্লা সদর উপজেলার গাজীপুর গ্রামের মাহে আলম।
পৃথক অভিযানে গ্রেফতার আট আসামীর বিরুদ্ধে
কুমিল্লা কোতয়ালী মডেল থানায় পৃথক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামীদের শনিবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা যেতে প্রেরণ করা হয়।
Last Updated on September 2, 2023 7:29 pm by প্রতি সময়