কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের দুই কর্মচারী থেকে র্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান।
এর আগে সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় দুই ব্যক্তিকে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে পালানোর সময় র্যাব তাদের ধাওয়া করে। এরপর দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার ৩৫৮ টাকা, র্যাবের ৩টি জ্যাকেট, হ্যান্ডকাপ, নকল পিস্তল, ২টি ওয়াকিটকি, ওয়্যারলেস সেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে গ্রেফতারদের কাছ থেকে বিকাশের লুণ্ঠিত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
গ্রেফতার ডাকাতরা হলো: মো. সাইফুল ইসলাম (৩২), সাজু মিয়া (৩৩), মো. রিয়াদ (১৯), মো. রবিউল (২৬), মো. মানিক (৪০), মো. রিপন সর্দার (২৯), মো. সাজু (৪৪), মো. রিপন হাওলাদার (৪৫) এবং মো. সজিব (৩৫)।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, গ্রেফতার সাইফুলের নেতৃত্বে ডাকাত দলটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক-মহাসড়কে ডাকাতি করে আসছিল।তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম, চান্দিনাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, বিকাশের লুণ্ঠিত টাকা উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত আছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে, তারা ২৭ অক্টোবর বিকালে চৌদ্দগ্রাম এলাকায় র্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের টাকা বহনকারী গাড়িটি আটক করে। এরপর তারা গাড়িতে থাকা বিকাশের দুই কর্মচারীকে হাত-পা বেঁধে ২৫ লাখ ৯২ হাজার টাকা লুটে নিয়ে মহাসড়কের চান্দিনা এলাকায় তাদের রাস্তার পাশে ফেলে চলে যায়।
Last Updated on November 5, 2024 9:31 pm by প্রতি সময়