রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

লকডাউনের কুমিল্লা নগরী : বাড়ছে সচেতনতা-কমেছে জনসমাগম

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১১০ দেখা হয়েছে

সীমিত পরিসরের লকডাউনে প্রশাসনের কঠোরতায় কুমিল্লা নগরীর রাস্তাঘাটে জনসমাগম কমেছে,বেড়েছে সচেতনতা। মাস্কবিহীন চলাচলকারী লোকজনের সংখ্যা গত দুইদিন তুলনামূলক কমে এসেছে।

সীমিত পরিসরে লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৯ জুন) কুমিল্লা নগরীতে মার্কেট, শপিংমল সহ দোকানপাট ছিল বন্ধ। ব্যস্ত শহরে লোকজন চলাচল ছিল আগের তুলনায় অনেক কম। নগরীর সড়ক ছিল রিকশার দখলে। অফিস-আদালতে উপস্থিতি ছিল স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম। নগরীর কান্দিরপাড়, শাসনগাছা, টমসন ব্রীজ , নজরুল এডিনিউ, মেডিকেল কলেজ রোড সহ বিভিন্ন পয়েন্টে পুলিশ বেশ সক্রিয় ছিল। সকালে লকডাউন কার্যকরে অভিযানে বেশ কিছু ব্যাটারি চালিত অটোরিকশা,সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকার আটক করা হয়। বিকেলে চালকদের হাতে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দিয়ে লকডাউনে ঘরে থাকার আহবান জানিয়ে তাদের ছেড়ে দেওয়া।

জানা যায়, গত দুইদিন কুমিল্লায় করোনা সংক্রমণ উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার কুমিল্লায় ১৫৫ জনের করোনা সনাক্ত হয়ছে আর মৃত্যু হয়েছে ২ জনের। সনাক্তের হার ২৮ শতাংশ। আগের দিন সোমবার ৫২৮টি নমুনা পরীক্ষায় ১৭৫ জনের পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ১ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১০৩ জন। নগরীতে করোনা সংক্রমণ বৃদ্ধিও বিষয়টি মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার হচ্ছে। এতে বিশেষ করে শিক্ষিত সমাজে বেশ প্রভাব পড়েছে।বাড়ছে সচেতনতা।

মঙ্গলবার (২৯ জুন) নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরীর দোকানপাট বন্ধ থাকায় ব্যস্ত সড়কে লোকজনের চলাচল ছিল সীমিত। প্রাইভেট গাড়ী, অটোরিক্সা ও রিকশায় ছুটছেন গন্তব্যে। অকারণে বাসা থেকে বের হওয়া লোকজন তুলনামূলক কম ছিল। তবে সবার মুখে কথা একটাই কার্যকর লকডাউন চাই। তবে সীমিত পরিসরে লকডাউন কার্যকর করতে প্রশাসন ছিল কঠোর অবস্থানে। নগরীর বিভিন্ন পয়েন্টে লকডাউন কার্যক্ররে অভিযান চালানো হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোস্তাফিজুর রহমান বলেন, এই লকডাউনের যন্ত্রণায় আর পারছি না। অটোরিকশাও বন্ধ রাখা হয়েছে। চলাচলে বিধি-নিষেধ দিয়ে অফিস খোলা রাখা হয়েছে। তাহলে কারা ঘরে বসে থাকবে? কার্যকর লকডাউন চাই।

রিকশাচালক ফজর আলী জানান, গত দুদিন রাস্তায় লোকজন কম থাকায় যাত্রীও কম। কামাই রোজগার কম।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বলেন, করোনা পরিস্থিতির অবনতি অনেকেই বিষয়টি বুঝতে পারছে না। মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ রোডে অভিযান চালিয়ে বেশ কিছু ব্যাটারি চালিত অটোরিক্সা,সিএনজি অটোরিক্সা ও প্রাইভেটকার আটক করা হয়। বিকেলে চালকদের হাতে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার তুলে দিয়ে লকডাউনে ঘরে থাকার আহবান জানিয়ে তাদের ছেড়ে দেওয়া। আশা করি পরিস্থিতি বুঝে আর কেউ ঘর থেকে বের হবে না। নিষেধ থাকার কারণে আমরা যেসব গাড়ীগুলো রাস্তায় চলাচল করতে দিচ্ছি না, সেগুলোও এর পরে আর বের হবে না বলে আমি মনে করছি। গনমাধ্যমসহ সকলকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমাদেরকে সহযোগিতা করার আহবান জানাচ্ছি।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on June 29, 2021 10:00 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102