কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের অভিযানে সাড়ে নয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বার আউলিয়া হাইওয়ে থানার সামনে একটি টিআরএক্স মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী পাভেল (২৪) এবং হৃদয় (২০) গ্রেফতার করা হয়।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, মহাসড়কে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে কাজ করছিল হাইওয়ে পুলিশ। দেশের প্রধান এ মহাসড়কে কোন প্রকার যাত্রীবাহী যানবাহন যেন চলাচল করতে না পারে সে লক্ষ্যে এ রিজিয়নের পুলিশ সদস্যরা তৎপরতা চালাচ্ছিল।
এমতাবস্থায় চট্রগ্রাম থেকে একটি কালো মাইক্রোবাসে বিপুল পরিমান ইয়াবা ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মীর নজরুল ইসলাম নেতৃত্বে থানার সামনে তল্লাশী চালানো হয়। এ সময় ঢাকাগামী ঢাকা মেট্রো চ ১৩-৩৮৮৩ মাইক্রোবাস থেকে বিশেষ কায়দায় শরীরের বিভিন্ন অংগে ফিটিং করা অবস্থায় ৯৫০০ (নয় হাজার পাচশত) পিস ইয়াবাসহ আসামী মোঃ পাভেল এবং হৃদয়কে গ্রেফতার করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 1, 2021 10:53 pm by প্রতি সময়