কঠোর লকডাউনের দ্বিতীয় ধাপ আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার থেকে আরও সাতদিন বাড়ানো হয়েছে।লকডাউন কার্যকরে ১৪ এপ্রিল থেকে টানা মাঠে রয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ও পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর, বড়ধুশিয়া, চান্দলা এলাকায় লকডাউন অমান্য করায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭টি মামলায় ২ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
লকডাউন না মেনে, সিএনজিঅটোরিকশা, প্রাইভেটকার, হেলমেটবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও জরুরী সেবা নয় এমন দোকানপাট খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা। এসময় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা জানান, লকডাউন চলাবস্থায় এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। আমরা সাধারণ মানুষকে বার বার বলছি-বিনা প্রয়োজনে ঘরের বাইরে রাস্তায় নামবেন না। প্রয়োজনে বের হলে মাস্ক পরুন।
এদিকে লকডাউন কার্যকর ও জনগনকে সচেতন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কাজ করে যাচ্ছেন।
Last Updated on April 22, 2021 7:12 pm by প্রতি সময়