দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ অবস্থায় লকডাউন কার্যকর ও করোনা সচেতনতা সৃষ্টিতে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধ করতে অবিরত কাজ করছে কুমিল্লা জেলা পুলিশ।
বুধবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৬টায় কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মো. আবদুর রহিমের নেতৃত্বে লকডাউন কার্যকরে মাঠে নামে পুলিশের বিশেষ টিম।
এসময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমল কৃষ্ণ ধর সহ পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।
লকডাউনে লোকজন যাতে অপ্রয়োজনে ঘরের বাইরে রাস্তায় ঘুরাঘুরি না করে, মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে এবং লকডাউনে সকল বিধিনিষেধ মেনে চলে- এসব ব্যাপারে জনসাধারণকে উদ্বুদ্ধ করা ও অনুপ্রেরণা জোগাতেই রবিবার বিকেল পৌনে ৬টা থেকে প্রায় ঘন্টা ব্যাপী নগরীর কান্দিরপাড়, লাকসাম রোড, টমছমব্রীজ এলাকায় অবস্থান করে জেলা পুলিশেরে এ বিশেষ টিম।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মো. আবদুর রহিম বলেন, লকডাউন বাস্তবায়নে সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করছে কুমিল্লা জেলা পুলিশ। জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ক্ষেত্র বিশেষে আইন প্রয়োগ করে হলেও সরকারের নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। আমরা জনসাধারণকে বার বার অনুরোধ করছি, অপ্রয়োজনে ঘরের বাইর হবেন না। মাস্ক পরুন, নিজে সুরক্ষা থাকুন-অন্যকে সুরক্ষিত রাখুন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 28, 2021 8:24 pm by প্রতি সময়