যুক্তরাজ্যের লন্ডনের সিডনী স্ট্রীট রোডে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা -৬ আসনের এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজ শেষে লন্ডনে বসবারত কুমিল্লার প্রবাসীদের সংগঠন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এমপি বাহার। এসময় কিছুক্ষন নিরবতা পালন করেন তিনি। পরে বঙ্গবন্ধু আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন ইউকে কমিটির আহ্বায়ক সাইফুর রহমান দুদু, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, এহসান কবির, শাহজাহান কবির, উপদেষ্টা সফিকুল ইসলামসহ প্রবাসী নেতৃবৃন্দ।
এর আগে বুধবার কুমিল্লা নামে বিভাগ ঘোষনার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসীদের আয়োজনে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচীতে যোগদিতে সপরিবারে তিনি লন্ডন এসে পৌঁছান।
Last Updated on July 8, 2023 8:48 pm by প্রতি সময়