কুমিল্লা নামে বিভাগ ঘোষনার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসীদের আয়োজনে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচীতে যোগদিতে বুধবার (৫ জুলাই) লন্ডন পৌঁছানোর পর কুমিল্লা ৬ আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে লালগালিচা সংবর্ধনা দিয়েছে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন (ইউকে) কমিটির নেতৃবৃন্দ।
এদিন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি ও পরিবারের সদস্যদের লালগালিচা সংবর্ধনা দেয় লন্ডন বসবারত কুমিল্লার প্রবাসীরা।
যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত কুমিল্লা প্রবাসীদের পক্ষ থেকে বিভাগ বাস্তবায়ন কমিটির (ইউকে) যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান কবিবের উদ্যোগে আ ক ম বাহার উদ্দিন বাহার এমপি ও তার সহধর্মীনী নারী নেত্রী কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা, নাইস পাওয়ার আইট লিমিটেডের এমডি আয়মান বাহার সোনালী ও আজিজা বাহারকে লন্ডনের হোটেল ব্রিটানিয়া ইন্টারন্যাশনালে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে সোচ্চার লন্ডনের বাঙালি প্রবাসীদের লালগালিচা সংর্ধনায় মুগ্ধ হন এমপি বাহার ও তার পরিবার।
বিভাগ বাস্তবায়ন কমিটি ইউকের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান কবির জানান, হোটেল ব্রিটানিয়া ইন্টার ন্যাশনাল লন্ডনের প্রাচীনতম পাঁচ তারকা হোটেল। এই প্রথম হোটেলে বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর পরিবারকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। জমকালো অনুষ্ঠানে প্রবাসীরা তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় বরণ করে নেন এমপি বাহার ও তাঁর পরিবারের সদস্যদের। লন্ডনে এমপি বাহার এর আগমনের সংবাদে যুক্তরাজ্যের দূরদুরান্ত থেকে এমপি বাহারকে বরণ করতে এবং লন্ডনে গণস্বাক্ষার অনুষ্ঠানে যোগ দিতে একত্রিত হয়েছেন কুমিল্লার প্রবাসীরা।
লাল গালিচা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগ বাস্তবায়ন (ইউকে) কমিটির আহ্বায়ক সাইফুর রহমান দুদু, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম, এহসান কবির, সোহেল করিম, সদস্য সচিব তানভীর আহমেদ, উপদেষ্টা সফিকুল ইসলাম। আরো উপস্তিত ছিলেন খালেদ ইসলাম, শৈশব আহমেদ, তানভির, খোকন, ফয়েজ, মাহমুদুর রহমান, এমডিজে খোকন, আবুল কাসেম স্বপন, সাইফুর রহমান, সিয়াম, শ্যামল, খালেদ ইসলামসহ প্রবাসী নেতৃবৃন্দ।
Last Updated on July 8, 2023 8:57 pm by প্রতি সময়