কুমিল্লার লাকসামে মাদক সেবন না করার উপদেশ দেওয়ায় মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেমকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীয়াং বাজারে এ ঘটনা ঘটে। ঘাতক মাদকাসক্ত যুবকের নাম রাজিব হোসেন। সে শ্রীয়াং দক্ষিণ পাড়ার মৃত শহীদুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশ ফেরত রাজীব হোসেন দেশে আসার পর মাদকাসক্ত হয়ে পড়ে। তাকে মাদক সেবন না করার জন্য ইউপি সদস্য মোঃ আবুল কাশেম শ্রীয়াং বাজারস্থ তার অফিসে আসতে বলেন। শ্রীয়াং বাজারের দক্ষিণ গলিতে কথা বলার একপর্যায়ে তার সাথে থাকা ছুরি দিয়ে আবুল কাশেমের বুকে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন ইউপি সদস্য আবুল কাশেম।
এ সময় পাশে থাকা মেম্বারের ফুফাতো ভাই মীর হোসেন রাজিবকে ধরে ফেলেন, তবে তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে পালিয়ে যায় রাজীব।
স্থানীয়রা আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Last Updated on September 1, 2023 6:00 pm by প্রতি সময়