কুমিল্লার লাকসামে কাভার্ডভ্যান চাপায় জোসনা আক্তার (২৪) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার পৌর শহরের মিশ্রি এলাকার ভাঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী পার্শ্ববর্তী লালমাই উপজেলার জামিরা এলাকার মামুনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী মিশ্রি গ্রামের আবদুর রহিম বাবুল জানান, ওই মহিলা সড়ক পারাপারের সময় তার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা এসে পড়ে। একই সময়ে কুমিল্লা থেকে নোয়াখালীমুখী দ্রুতগামী একটি কভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ট-১৩-২১৯৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোরশেদ আলম ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
Last Updated on November 14, 2023 6:47 pm by প্রতি সময়