কুমিল্লায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
নিহত দুই জন মোটরসাইকেলের আরোহী। কুমিল্লা-নোয়াখালী সড়কের লাকসামের ভৈষকোপিয়া এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- লাকসাম উপজেলার গোমতী এলাকার তাবারক উল্লাহ মালু (৪২) এবং একই উপজেলার উত্তর কোন এলাকার বাসিন্দা মাসুদ (২৮)।
হাইওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে একটি মাহফিলে অংশগ্রহণ করে বাড়ি ফেরার পথে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের ভৈষকোপিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে লাকসাম হাইওয়ে থানার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে কুয়াশার মধ্যে মোটরসাইকেল এবং ট্রাক দুটি যানবাহনই দ্রুত গতিতে ছিল। সে কারণে এই সংঘর্ষের ঘটনা এবং প্রাণহানি ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Last Updated on January 10, 2025 7:48 pm by প্রতি সময়