কুমিল্লার লাকসামে অবসরে যাওয়া একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মো. আবদুল আউয়ালকে ব্যতিক্রমী বিদায় জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও তার সহকর্মীরা। ব্যতিক্রমী এ বিদায় আয়োজন এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে।
সৈয়দ মো. আবদুল আউয়াল লাকসাম উপজেলার উত্তরদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।দীর্ঘ ৪০ বছর একই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা পেশা শেষ করে সম্প্রতি অবসরে যান তিনি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দীর্ঘদিনের সহকর্মীকে ফুলসজ্জিত গাড়িতে চড়িয়ে তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
এদিন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বিদায়ী কুশলাদি বিনিময় করেন সৈয়দ মো. আবদুল আউয়াল।পরে ফুল সজ্জিত প্রাইভেটকারে চড়ে তিনি যখন বিদ্যালয় থেকে অবসরজনিত বিদায় নিয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন তখন তার গাড়ীর সামনে পেছনে ছিল মোটরসাইকেল শোভাযাত্রা।
ব্যতিক্রমী এমন সংবর্ধনা পেয়ে বিদায়ী শিক্ষক সৈয়দ মো. আবদুল আউয়াল আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এমন একটি বিদায়ী সংবর্ধনা পাবো কল্পনাও করিনি। আমি আমার সহকর্মী ও ম্যানেজিং কমিটির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও যেন চাকরি জীবনের অবসরে এমন ব্যতিক্রমী সংবর্ধনা পায়।
স্থানীয়রা জানান, একজন শিক্ষককে দীর্ঘদিন চাকরি জীবন শেষে অবসরে যাওয়ার সময় যে ব্যতিক্রমী সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ।
Last Updated on September 21, 2023 10:23 pm by প্রতি সময়