কুমিল্লার লাকসামে বাসে এক্সেভেটর ঢুকে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৮ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্টো-ব-১৫-৮৩৯১) বেপরোয়াগতিতে ঢাকা অভিমুখে যাচ্ছিল। এসময় একইদিকে ট্রাক্টর যোগে একটি এক্সেভেটর যাচ্ছিল।
দ্রুতগতিতে আসা বাসটি ট্রাক্টরকে জোরে ধাক্কা দিলে বাসের ভিতরে এক্সেভেটর ঢুকে যায়। এতে সিফাত হোসেন (২৫) নামক এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়। সিফাত সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
খবর পেয়ে লাকসাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে সিফাত হোসেন নাম এক যাত্রী মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Last Updated on December 13, 2023 10:29 pm by প্রতি সময়