কুমিল্লার লাকসামে রেলওয়ে জংশনের টুলভ্যানের কোটি টাকার মালামাল চুরির ঘটনায় অবশেষে তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন ভাঙ্গারি ব্যবসায়ী।
বুধবার দুপুরে তাদেরকে রেলওয় জংশনের লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটকরা হলেন- লাকসাম রেলওয়ে জংশনের পার্শ্ববতী পাইকপাড়া গ্রামের মোজাম্মেল হক খোকনের ছেলে আফসারুল ইসলাম, একই গ্রামের সাগর ও লাকসাম উপজেলার পাশাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী নূরে আলম।
বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ওসি মাসুদ আলম জানান, ওই তিন জনকে জংশনের হেড টিএক্সআর জাকির হোসেন ও স্টোর মুনসি পলাশ আটক করে পুলিশকে জানালে ল লাকসাম উপজেলার হলুদিয়া এলাকা থেকে তাদের থানায় নিয়ে আসা হয়। । এ সময় তাদের কাছ থেকে কিছু মালামালও উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট লাকসাম রেলওয়ে জংশন থেকে ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোর টুলভ্যানের কোটি টাকার মালামাল চুরির ঘটনা ঘটে । এ ঘটনায় রবিবার সকালে চট্টগ্রাম রেল কর্তৃপক্ষ সহকারী পরিবহন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেন। পরে অজ্ঞাত উল্লেখ করে ওই দিন হেড টিএক্সআর জাকির হোসেন বাদী ও স্টোর মুনসি পলাশকে সাক্ষী করে থানায় মামলা করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, ২৫ আগস্ট শুক্রবার রাত ৭টা থেকে ২৬ আগস্ট শনিবার দুপুর ১২টার মধ্যে রেলওয়ে জংশনের ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোর টুলভ্যানে চুরির ঘটনা ঘটে। ওই টুল ভ্যানের ৫৬ টি বিভিন্ন মালামাল চুরি হয়।
Last Updated on September 7, 2023 12:20 pm by প্রতি সময়