কুমিল্লার অধিকাংশ ইটভাটা (ব্রিকফিল্ড) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন না মেনে এবং বিএসটিআই’র লাইসেন্স না নিয়েই অবৈধভাবে ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কেবল তাই নয়, ইটের সাইজ নিয়ে গ্রাহকের সঙ্গে করা হচ্ছে প্রতারণা। এধরণের ইটভাটা মালিকরা বিভিন্ন মাধ্যমের সঙ্গে আর্থিক অনৈতিক সম্পর্ক বজায় রেখে ইটভাটা চালাচ্ছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর এলাকায় মেসার্স ইসলাম ব্রিকস ফিল্ডকে বিএসটিআই’র লাইসেন্স না থাকায় এবং ইটের নির্ধারিত মাপের চেয়ে কম থাকার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে বুড়িচং উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বিএসটিআই কর্মকর্তা, বুড়িচং ভারেল্লা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
Last Updated on January 30, 2024 6:34 pm by প্রতি সময়