মসজিদের ইমামের সঙ্গে দুর্ব্যবহার করে আলোচিত সমালোচিত কুমিল্লার লালমাই উপজেলার সেই ইউএনও মো. ফোরকান এলাহী অনুপমকে রাঙামাটি জেলায় বদলি করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এই আদেশ দেওয়া হয়।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি চাকরিজীবীদের যেকোনো সময় যেকোনো স্থানে বদলি করা হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী কারণে তাকে বদলি করেছেন, সেটা আমার জানা নেই।
এদিকে রোববার রাতে প্রেরিত প্রজ্ঞাপনে ফোরকান এলাহী অনুপমকে রাঙামাটির বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে বলা হয়েছে। পাশাপাশি ফেনীর ছাগলনাইয়ার ইউএনও মৌমিতা দাশকে লালমাইয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর ভাটরা কাছারী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শুরুর আগে একটি সাধারণ বিষয় নিয়ে নামাজ শেষে ইউএনও ইমাম ও মুয়াজ্জিনকে মসজিদের দক্ষিণ পাশের সরকারি পুকুরের পাড়ে ডেকে নেন। সেখানে দীর্ঘসময় ধরে তাদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ইউএনও মসজিদের ইমাম মাওলানা আবুল বাশারকে পানিতে চুবানোর হুমকি দেন ও তুচ্ছ-তাচ্ছিল্য আচরণ করেন। এক পর্যায়ে ইউএনও পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মসজিদ কমিটির একজনকে ডেকে আনেন এবং ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। এরপর ইমাম মাওলানা আবুল বাশার আর মসজিদে যাননি।
এ নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর ১৫ অক্টোবর কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের মধ্যস্ততায় বিষয়টি মীমাংসা হয়। ইউএনও দুঃখ প্রকাশ করেন।
Last Updated on October 23, 2023 7:52 pm by প্রতি সময়