বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের অর্থায়নে কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপনায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে চার দিনব্যাপি ১৪২ তম স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সের সমাপনী অনুষ্ঠান কোর্স লিডার মো. ফছিহ উর রহমানের সভাপতিত্বে রোববার (৪ জুন) অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের প্রকাশনা কমিটির সদস্য ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনিভাবে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলায় সোনার মানুষ গড়ে তোলার, স্কাউটিং তেমনিভাবে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। ২০৪১ রুপকল্প বাস্তবায়নে স্কাউটিং অনন্য ভুমিকা পালন করছে।
কোর্সে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সম্পাদক আখতারুজ্জামান এএলটি, আঞ্চলিক উপ- কমিশনার স্পেশাল ইভেন্ট মো. বেল্লাল হোসেন এএলটি, আবুল বাশার এএলটি, মো. আবুল কালাম আজাদ এএলটি, খালেদা আক্তার এএলটি, মো. আসলাম মিয়া এএলটি, নিলুপা কায়েছার চৌধুরী এএলটি, মো. মোমেনুল হক এএলটি, মো. মোশারফ হোসেন এএলটি।
কোর্সে কুমিল্লা,চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনি জেলার বিভিন্ন হাই স্কুল ও মাদরাসার ৪০ শিক্ষক অংশেগ্রহন করেন।
Last Updated on June 5, 2023 12:28 am by প্রতি সময়