হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার লালমাই উপজেলায় যুব উন্নয়ন অধিদফতরের ১৫জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মাঝে ৬ লাখ ৭০হাজার টাকা ঋণ বিতরণ করেছে।
নবগঠিত লালমাই উপজেলায় যুব উন্নয়ন অধিদফতর কার্যক্রম শুরু করে ২০১৭ সালের মার্চ মাসে। শুরু থেকে এ পর্যন্ত মোট ৭৭৫জন বেকার যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসময়ের প্রশিক্ষিত ৭৯জন যুবদের মাঝে ৩৪ লাখ ৩০হাজার টাকা ৫% সার্ভিস চার্জে ঋণ সুবিধা দেওয়া হয়েছে।
লালমাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, উপজেলার শিক্ষিত, অর্ধ শিক্ষিত, স্বশিক্ষিত প্রচ্ছন্ন বেকার যুবদের উদ্ধুব্ধ করে বিভিন্ন দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আতœকর্ম সংস্থান মূলক প্রকল্প গ্রহনে উৎসাহিত করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রশিক্ষণ প্রাপ্ত প্রকল্পধারীদের জন্য ৫% সার্ভিস চার্জে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 17, 2020 2:26 pm by প্রতি সময়