ফসলি জমির পাশ থেকে লাশের বিচ্ছিন্ন মস্তক ও একটি হাত উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে পুলিশ ওই গ্রামের একটি জমির পাশ থেকে লাশের খন্ডিত অংশ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের আব্দুল জলিল মেম্বারের জমিতে একটি বিচ্ছিন্ন হাত ও শাহআলম মেম্বারের মালিকানাধীন জমির ধানক্ষেতে একটি বিচ্ছিন্ন খন্ডিত মস্তক দেখে মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন বুড়িচং থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তাকে খবর দেয়। পরে এসআই বিনোদ দস্তগীর এর নেতৃত্বে ঘটনাস্থলে এসে রাত আনুমানিক ১০টায় খন্ডিত মস্তক ও হাত উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ
সআই বিনোদ দস্তগীর জানান, খন্ডিত মস্তক ও হাত পঁেচ বিকৃত হয়ে যাওয়ায় পুরুষ কিংবা নারী সনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ও পিবিআই’র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার (৭ অক্টোবর) খন্ডিত মস্তক ও হাত ডিএনএ পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করেছে।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং ভিডিও খবর দেখতে protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 7, 2020 2:27 pm by প্রতি সময়