দেশের বেশিরভাগ ফিলিং ষ্টেশনেই গ্রাহকদের ডিজেল, পেট্রল ও অকটেন পরিমাপে কম দেয়া হয়ে থাকে।ঠকানোর বিষয়টি গ্রাহকরা হয়তো বুঝে উঠতে পারেন না।এভাবেই যানবাহনের জ্বালানি তেল কিনতে এসে প্রতিনিয়ত ঠকছেন গ্রাহকরা।বিষয়টি আঁচ করতে পেরেই ছদ্মবেশে ফিলিং ষ্টেশনে গ্রাহক ঠকানোর ঘটনা হাতেনাতে ধরলেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
গ্রাহকদের ডিজেল, পেট্রল ও অকটেন পরিমাপে প্রতিলিটারে ৮০ গ্রাম কম দেয়ার অপরাধে রংপুরের মেসার্স হক ব্রাদার্স ফিলিং স্টেশন নামের একটি পেট্রলপাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ছদ্মবেশে সেখানে গিয়ে পরিমাপে কম দেয়ার বিষয়টি দেখতে পান। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওই পেট্রলপাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন পেট্রলপাম্পের বিরুদ্ধে ডিজেল, পেট্রল ও অকটেন পরিমাণে কম দেয়ার অভিযোগ রয়েছে। ফিলিং স্টেশনটিতে অভিযান পরিচালনা করে দেখা যায়, প্রতি লিটার তেলে ৮০ গ্রাম করে কম দেয়া হচ্ছিল।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় রংপুর জেলা বিএসটিআইয়ের কর্মকর্তা ও রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Last Updated on January 24, 2021 9:49 pm by প্রতি সময়